দৈনিক আমার দেশ ও মাহমুদুর রহমানের ভবিষ্যৎ কি

লিখেছেন লিখেছেন কাঁচা পত্তের রস ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৮:৫৫:০৮ রাত



আমার দেশ পত্রিকা আবার কবে প্রকাশিত হবে?

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আর কত দিন বন্দী থাকবেন?

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কি কোন বিচার হচ্ছে?

কোন প্রশ্নের উত্তরই আমাদের জানা নেই। কারন আমার দেশ একটি জনপ্রিয় পত্রিকা আর মাহমুদুর রহমান একজন জনপ্রিয় সম্পাদক । তিনি বাংলাদেশের মানুষের দুর্দিনে সত্য প্রকাশ করে সবাইকে সচেতন করেছেন। এটি তার একটি দোষ? এরকম একজন দেশপ্রেমিক মানুষ অনিদৃষ্ট কালের জন্য জেল খানায় বন্দী আছেন। বাংলাদেশে যদি কোন দিন সত্য প্রতিষ্ঠিত হয় তবেই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মুক্তি পাবেন। তা না হলে হয়তো জেল খানাতেই এরকম একজন দেশপ্রেমিক বাংলাদেশীর মৃত্যু ঘটবে। দেশপ্রেমিক ধর্মপ্রান মানুষের তা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবেনা। এরকম একজন ক্ষনজন্মা দেশপ্রমিক সাংবাদিক সবার মাঝে তার ক্ষুরধার কলম নিয়ে ফিরে আসুক এই কামনা করি। একই সাথে আমার দেশ পত্রিকা বাংলাদেশের সংবাদপত্র জগতের আইডল (IDOL) হোক। সেই সাথে সকল বন্ধ মিডিয়া যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হোক।

একজন মাহমুদুর রহমান ও কিছু কথা-Click this link

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297590
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪০
আবু জান্নাত লিখেছেন : গায়ের জোর খাটিয়ে দেশ শোষণ করছে সরকার, কিন্তু মনে রাখা চাই বাঘ ও কিন্ত একদিন বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমার তো মনে হয় কোন একদিন এই সরকার ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। মাহমুদুর রহমানরা শির উচু করে চিরদিন জেগে রবে।
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৫
241093
কাঁচা পত্তের রস লিখেছেন : অনেক ধন্যবাদ। সুন্দর লিখেছেন।
297596
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাকশালীরা তাদের গর্বমসনদকে শক্ত করার জন্য যুগে যুগে এমনটাই করেছে। সত্যপন্থীদেরকে নিরন্তর নিপীড়ন করেছে।
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৬
241094
কাঁচা পত্তের রস লিখেছেন : ইতিহাস কথা বলে। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File