কথায় কথা

লিখেছেন লিখেছেন মোঃ অয়েজুল হক ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪৭:৩৫ রাত

কথায় বিষ,কথা বিষ!

কিছু কথা তরবারি-আরও তিক্ষ্ণ।

কথায় মায়া, জাদুর কথা

মায়ার কথা স্বপ্ন বোনায়, জাদুর কথা

দূরের কথা, কাছের কথা

মুখের কথা, মনের কথা

কতো কথা

কথায় নাকি জাদু আছে!

একটা কথায় নির্ঘুম চোখ

ভাল কথা,মন্দ কথা

কথায় ছাড়ে,কথায় জোড়ে

কথায় ভাংগে, কথায় গড়ে

কত কথা-কথায় জীবন ;সারাক্ষণ

কথায় কথা-জন্মে আমার।

সূর্য ডুবার আগে আর কারো না- জীবন।

ফিকে কথা; মিছে কথা

কথার খেলা

চলছে কথা; মুখ টিপিনা

চলুক।

বিষয়: সাহিত্য

১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File