ধুয়ে নেব দুঃখ গুলো

লিখেছেন লিখেছেন মোঃ অয়েজুল হক ০৮ এপ্রিল, ২০১৫, ১২:২২:১৯ দুপুর

ঘনকালো মেঘমালা-

পূর্ব-দক্ষিন, উত্তর-পশ্চিম

সারাটা আকাশ!

সাদাকালো মেঘের পাহাড়,

স্বপ্ন ডানায় ভর করে আরোহী হব।

কালো কালো সব মেঘের পাহাড়ে

একটার পর একটা মেঘের ঘর্ষন

আলোকিত আকাশ; স্বপ্নে আমি

বিকট শব্দগুলো যেন-

তামাম দুনিয়ার মানুষের কান্না

বুক চিরে নিয়ে যাব দূর বহু-দূর

এক প্রন্ত থেকে অন্য প্রান্তে,

উড়িয়ে দেব, মিশিয়ে দেব আকাশে

ঝর ঝর , রিমঝিম বৃষ্টি

বিমর্ষ, ক্লান্ত একটা জগৎ

হঠাৎ করেই প্রানোবন্ত আমি

আসবো বন্ধু হয়ে বৃষ্টি হয়ে,

একে একে ধুয়ে নেব দুঃখ গুলো।

একটা আলোকিত পৃথিবী আমার;

দুঃখ আর দুঃখী নেই; আমিও!

বিষয়: সাহিত্য

১৩৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313644
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৯
254864
মোঃ অয়েজুল হক লিখেছেন : ধন্যবাদ আব্দুল মতিন ভাই
313657
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি সুন্দর স্বপ্ন! পূরণ হোক, তাতেই কবি ভাবনা স্বার্থক হবে।
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২০
254865
মোঃ অয়েজুল হক লিখেছেন : আমি কবি না তবে স্বপ্ন দেখি সালাউদ্দিন ভাই। শুভেচ্ছা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File