কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে মাস্টার্স পিএইচডির স্কলারশিপ
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:৩৭:০৪ দুপুর
কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির অবস্থান পুরো গালফ কান্ট্রিগুলোর মধ্যে শীর্ষে । আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বিভিন্ন বিষয়ের ওপর মাস্টার্স এবং পিএইচডির স্কলারশিপের জন্য আবেদন করা যাবে....
গত দু বছর আরবী ও ইসলামিক স্টাডিজ বন্ধ ছিল এবছর থেকে এ বিভাগগুলোতেও আবেদন করা যাবে।
পিএইচডি প্রোগ্রামসমূহ:
----------------------------
Faculty of Science:
BIOLOGY, STATISTICS, CHEMISTRY, BIOCHEMISTRY, MATHEMATICS, PHYSICS
Faculty of Engineering:
CIVIL ENGINEERING, THERMAL ENGINEERING AND DESALINATION, MINING ENGINEERING, ELECTRICAL AND COMPUTER ENGINEERING, CHEMICAL ENGINEERING, AERONAUTIC ENGINEERING
Faculty of Meteorology, Environment Arid Land Agriculture:
ARID LAND AGRICULTURE, ENVIRONMENTAL SCIENCES, METEOROLOGY, HYDROLOGY AND WATER RESOURCES MAN
Faculty of Arts & Humanities:
ARABIC LANGUAGE AND LITERATURE, ISLAMIC LAW AND STUDIES, SOCIOLOGY , INFORMATION SCIENCE
Faculty of Marine Science:
MARINE BIOLOGY, MARINE PHYSICS, MARINE CHEMISTRY, MARINE GEOLOGY
Faculty of Environmental Design:
URBAN AND REGIONAL PLANNING
Faculty of Computing & Information Technology
COMPUTER SCIENCE
Disciplines available for M.Sc:
Faculty of Science
BIOLOGY, CHEMISTRY, BIOCHEMISTRY, MATHEMATICS, PHYSICS,A stronomical Sciences
Faculty of Engineering
THERMAL ENGINEERING AND DESALINATION, MINING ENGINEERING, ELECTRICAL AND COMPUTER ENGINEERING, CHEMICAL ENGINEERING, AERONAUTIC ENGINEERING, Production Engineering & Mechanical System Design,
Faculty of Meteorology, Environment Arid Land Agriculture
ARID LAND AGRICULTURE, ENVIRONMENTAL SCIENCES, METEOROLOGY, HYDROLOGY AND WATER RESOURCES MAN
Faculty of Arts & Humanities
ARABIC LANGUAGE AND LITERATURE, ISLAMIC LAW STUDIES, SOCIOLOGY, PSYCHOLOGY, INFORMATION SCIENCE
Faculty of Marine Science
MARINE BIOLOGY, MARINE PHYSICS, MARINE CHEMISTRY, MARINE GEOLOGY
Faculty of Environmental Design
URBAN AND REGIONAL PLANNING, Architecture
Faculty of Computing & Information Technology
COMPUTER SCIENCE,
আবেদনের জন্য যোগ্যতা:
১. পিএইচডিতে আবেদনকারীর বয়স অবশ্যই ৩৫ বছরের নীচে হতে হবে এবং মাস্টার্সে আবেদনকারীর ৩০ বছর।
২. অনার্স, মাস্টার্সে কমপক্ষে Very good রেজাল্ট থাকতে হবে।
৩. টোফেল স্কোর ৫০০/ IELTS- 5
৪. মেডিক্যালি ফিট
৫. দুজন শিক্ষকের প্রত্যায়নপত্র যারা তাকে পড়িয়েছে
৬. সৌদি আরবের কোনো বিদ্যালয় থেকে ইতোমধ্যে বহিস্কৃত না হওয়া।
আবশ্যকীয় ডকুমেন্ট:
১. বায়োডাটা
২. পারপাজ লেটার (কেন পিএইডডি করবে তার ব্যাখ্যা)
৩. সর্বশেষ ডিগ্রির মার্কশীট এবং সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৪. পাসপোর্টের কপি
৫. ফটো
স্কলারশিপের আওতাধীন সুবিধাসমূহ:
১. মাসিক ১৯০০ রিয়াল বৃত্তি।
২. বিমান টিকেট
৩. প্রত্যেক বছর তিনমাস ছুটি এবং আপ-ডাউন বিমান ফেয়ার।
৪. ভর্তির পর এককালীন ১৮০০ রিয়াল
৫. মিডেকেল সুযোগ সুবিধা।
৬. ফ্রি থাকা
৭. থিসিস প্রিন্টের জন্য ৪০০০ রিয়াল
৮. সর্বশেষ বই পুস্তক দেশে পাঠানোর জন্য ২৭০০ রিয়াল।
----------------------------------------
আবেদন এবং বিস্তারিত তথ্যের জন্য নিচের লিংক এ ক্লিক করুন:
click here for more information and application
বিষয়: বিবিধ
১৭২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন