আবারও তিনি এলেন, একদম বিনা নোটিশে.....
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ৩১ অক্টোবর, ২০১৪, ০৮:২২:১২ রাত
জুমুয়ার নামাজ শেষে বাসায় ফিরে দুপুরের খাবার খেতে টেবিলে বসে দু লোকমা ভাত মুখে দিতেই আমার মিশরীয় শিক্ষক ড. ওমর হাসান ফোন দিলেন। ফোন রিসিভ করতেই বললেন, আমি তোমার বাসায় আসতেছি একসাথে লাঞ্চ করব। আমি আল বাইক (সৌদির জনপ্রিয় খাবার, চিকেন ফ্রাই+আলুর স্টিকার ও রুটি) নিয়ে আসতেছি। আমিতো হতবাক। কি করব ভাবতেছি। বৌকে বললাম যা পার তা বানাও আমার প্রিয় উস্তাজ আসতেছেন। যাই হোক উস্তাজ এলেন, আমার সন্তানদের কিছু রিয়াল গিফট করলেন, একসাথে সবাই মিলে খাবার খেলাম। গল্প হলো অনেকক্ষণ।
এই উস্তাজকে নিয়ে এর আগে একবার ফেসবুকে স্টাট্যাস দিয়েছিলাম। আসলেই চমৎকার একজন মানুষ। আমি তাঁকে গত জুমাবার দাওয়াত দিয়েছিলাম। তিনি ওজর পেশ করেছিলেন। গতকালও তাঁর সাথে আমার বাসায় দাওয়াত নেয়ার ব্যাপারে কথা বলেছিলাম। তিনি বললেন, পরে এক সময় যাব। আজকে তিনি বিনা দাওয়াতে হাজির হয়ে গেলেন। এসেই বললেন, আমি তারিখ দিয়ে তোমার বাসায় আসলে তোমাদের অনেক কষ্ট হবে, অনেক কিছু আয়োজন করে ফেলবে এ কারনেই আমি বিনা নোটিশে হাজির হলাম, কিছু মনে করো না......
-----------
সত্যিই আমি বড় ভাগ্যবান। নিজের শত অযোগ্যতা সত্বেও এই প্রবাস জীবনে এমন কতক ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়েছি যাদেরকে ক্ষণে ক্ষণে স্মরণ করতেই হয়.......
--------
অন্য বন্ধুদের বদান্যতা নিয়ে ভবিষ্যতে লিখব ইনশাআল্লাহ...
আল্লাহ এইসব নেককার বান্দাহদের নেক হায়াত দিন। আমীন...
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ এইসব নেককার বান্দাহদের নেক হায়াত দিন। আমীন ।
মন্তব্য করতে লগইন করুন