গোলাম আযমের জানাজা নিয়ে জাতীয় পত্রিকার রিপোর্ট : কিছু মন্তব্য

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ২৭ অক্টোবর, ২০১৪, ১০:৪৩:৪৬ সকাল

বাংলাদেশী মিডিয়া যে পক্ষপাতদুষ্ট তা আরো একবার প্রমাণিত হয়ে গেল জামাতের সাবেক আমীর গোলাম আযমের জানাজার রিপোর্টের মাধ্যমে।

খবর কাকে বলে? সহজ উত্তর হচ্ছে, সমাজে যা ঘটে তা হুবহু তুলে ধরা। সাংবাদিকরা বিভিন্ন দল ও মত পোষণ করতে পারেন। কিন্তু নিরপেক্ষ সংবাদ পরিবেশনে কৃপণতা করবেন না তারা। এটাই ভালো সাংবাদিকতার বৈশিষ্ঠ্য। কিন্তু আমাদের দেশে সাংবাদিকতার পেশাদারিত্ব বলতে কিছু আছে বলে মনে হয় না।

গোলাম আযমের জানাজায় কত লোক সমাগম হয়েছেন তা হয়ত পরিমাপ করে বলতে পারবেন না। কিন্ত অতি সহজে বলা যায় অন্তত কয়েক লাখ লোক তার জানাজায় উপস্থি ত হয়েছে। লক্ষ লোকের উপস্থিত সহকারে কোনো কিছু ঘটলে সেটি পত্রিকায় কেমন নিউজ হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু বদলে যাও বদলে দাও স্লোগান দেয়া বহুল প্রচারিত জাতীয় দৈনিকটিতে এ সংক্রান্ত নিউজটি তাদের স্লোগানের সাথে যায় না। যদিও বা পত্রিকা কতৃপক্ষ জামাতরে ঘোর বিরোধী।



সমকাল প্রথম পাতায় রিপোর্ট না করে শেষের পাতায় রিপোর্ট করেছে। পাঠকই মূল্যায়ন করতে পারবেন তাদের রিপোর্টটির।



দৈনিক ইনকিলাব, নয়া দিগন্ত, মানব জমিন পত্রিকার রিপোর্টগুলো ব্যালেন্স ছিল।

দৈনিক ইনকিলাব: পত্রিকাটির মতে স্মরণকালের শ্রেষ্ঠ জানাজা হয়েছে গোলাম আজমের।



দৈনিক নয়া দিগন্ত: নয়া দিগন্তের প্রধান নিউজ ছিল জানাজা। শিরোনাম ছিল: জানাজায় লাখো মানুষের ঢল। বিস্তারিত রিপোর্ট করেছে তারা।

Click this link

যুগান্তর পত্রিকা শেষ পাতায় রিপোর্ট করলেও ইনকিলাবের মতো একই শিরোনামে জানাজার ছবি দিয়ে রিপোর্ট করেছে।



যাইহোক

বর্তমানে খবর আর চাপা থাকে না। ফেসবুকসহ নানা যোগাযোগ মাধ্যম এখন সাধারণ মানুষের নিরপেক্ষ সংবাদ পাওয়ার প্রধান মাধ্যমে পরণিত হয়েছে। অতএব জাতীয় প্রত্রিকাগুলো যদি এখনও বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করতে অনীহা করে তাহলে এই সমস্ত মিডিয়া দিন দিন হারিয়ে যাবে বৈ কি?

বিষয়: বিবিধ

২১৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278583
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৮
জাকির বেপারী লিখেছেন : বাংলাদেশের মানুষ এখন জানে কোন টিভি এবং কোন পত্রিকা হাম্বালীগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
278590
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৫
সাইফুল সাইমুম০১ লিখেছেন : বাংলাদেশের মানুষ এখন জানে কোন টিভি এবং কোন পত্রিকা হাম্বালীগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে
278602
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩২
প্রেসিডেন্ট লিখেছেন : ওরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। জনগণ সত্যিটা ঠিকই জানে।
278603
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪০
জেদ্দাবাসী লিখেছেন : বিশ্লেসন ভালো লাগলো, অনেক ধন্যবাদ
278615
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
মিডিয়াগুলি তাদের দৈন্যতা আরো স্পষ্টভাবে প্রকাশ করল।
278624
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫০
সুশীল লিখেছেন : ঐ গুলোন সব জামতি
278636
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০২
ইয়াফি লিখেছেন : অধ্যাপক সাহেবের জানাযায় ব্যাপক উপস্হিতির রহস্য আজো বোদ্ধামহলের আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। অথচ হৃদয়ে বাংলাদেশের দাবীদার চ্যানেলকে দেখা গেল লক্ষ লোকের উপস্হিতির চাইতে কোন এক হতভাগা কুলঙ্গার হাওয়ার উপর জুতা ছুড়েছে বলে রিপোর্ট করেছে। এরা অন্ধ, বধির! মিথ্যার উপরই তাদের ভিত্তি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File