হজ্জ নিয়ে টুকিটাকি

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৩:৩২ দুপুর

হজ্জ একটি মহান ইবাদত। জিহাদের সাথে হজ্জের তুলনা করা হয়েছে। হজ্জকে নারীদের জিহাদ বলা হয়েছে। মকবুল হজ্জ মানেই একজন মা'সুম বাচ্চার মতো নিষ্পাপ হওয়ার তৌফিক অর্জন করা।

অনেকেই হজ্জ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। চলুন দেখে নেয়া যাক হ্জ্জ বিষয়ক কিছু দরকারী আলোচনা।

হজ্জ কত প্রকার:

হজ্জ মোট তিন প্রকার, যথা: ১. হজ্জে ইফরাদ, ২. হজ্জে তামাত্তু, ৩. হজ্জে ক্বিরান।

১. হজ্জে ইফরাদ হচ্চে ঐ হজ্জ যেখানে হজ্জের ইচ্ছাপোষণকারী শুধুমাত্র হ্জ্জ করার নিয়ত করেন। হজ্জের সাথে উমরা করতে চান না।

২. হজ্জে তামাত্তু হজ্জ হজ্জে ঐ হজ্জ যেখানে হজ্জের ইচ্ছাপোষণকারী প্রথমে উমরা সম্পাদন করা এবং ইহরাম থেকে মুক্ত হয়ে পুনরায় হজ্জ শুরু হওয়ার পূর্বক্ষণে ইহরাম বেধে হজ্জের নিয়ত করেন ও হজ্জ সম্পাদন করেন।

এতে সুবিধা হলো দূরদেশ থেকে ইহরাম বেধে হজ্জ শেষ হওয়া পর্যন্ত ইহরাম অবস্থায় দীর্ঘদিন থাকা লাগে না। প্রথমে উমরা করে হালাল হয়ে দুই/তিন সপ্তাহ পর্যন্ত বিনা ইহরাম এবং ইহরামরত অবস্থায় নিষিদ্ধ কাজগুলো করা যায় আবার সময়মতো হজ্জের ইহরাম বেধে হজ্জ করা যায়।

৩. হজ্জে ক্বিরান হচ্ছে একইসাথে হজ্জ ও উমরা করার নিয়ত করে হ্জ্জ আদায় করা।

চলবে........

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File