অবরুদ্ধ গাজাবাসী !! নীরব বিশ্ববিবেক

লিখেছেন লিখেছেন স্বপ্নবুনি ২৫ অক্টোবর, ২০১৪, ০২:৫৫:১৩ দুপুর

ফিলিস্তিন ভূমিতে আরব-ফিলিস্তিনিরা সপ্তম শতাব্দীরও আগে থেকে বসবাস করে আসছিল। জাতিসংঘ ১৯৪৭ সালে ইউরোপ-আমেরিকা নিয়ন্ত্রিত সেই ভূমিকে ভাগ করে ইহুদিদের জন্য ইসরাইল এবং আরবদের জন্য ফিলিস্তিন নামে দুটি পৃথক রাষ্ট্র তৈরীর সিদ্ধান্ত নেয়। ইসরাইল ১৯৪৮ সালে স্বাধীনতা ঘোষণা করলে আরবরা তা প্রত্যাখ্যান করে, শুরু হয় যুদ্ধ, যা চলছে আজঅবধি। ইসরাইল জাতিসংঘ নির্ধারিত নতুন ফিলিস্তিনের অনেকন জায়গা দখল করে নেয়, জাতিসংঘ ১৯৪৭ সালে সীমান্ত ফেরত যেতে বললেও ইসরাইল তাতে অস্বীকৃতি জানায়। অন্তত সাত লাখ ফিলিস্তিনিকে ভিটে ছাড়তে হয়। তারপর থেকে আরও অনেক যুদ্ধ ও ধংসযজ্ঞ সংঘটিত হয়েছে।

১৯১৮ সালে বৃটিশরা পুরো ফিলিস্তিন দখল করে নেয়। দখলদারিত্ব কায়েম রাখতে বৃটিশরা ইহুদীদের সঙ্গে সমঝোতা করে, ফিলিস্তিনে ইহুদীদের জন্য একটা আবাস ভূমি তৈরী করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। সেই বেলফোর ঘোষণায় বিষফোঁড়ার মত গোটা আরব বিশ্বকে কলুষিত করছে। এই বেলফোর ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালে ফিলিস্তিনের মাটিতে ইসরাইল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতেই নানা অজুহাতে ফিলিস্তিন তথা আরব দেশগুলোর সাথে যুদ্ধ বাধায় ইসরাইল। বিশেষ করে ফিলিস্তিনকে সহ্য করার মত মানসিকতা ইসরাইল কখনো তৈরী করেনি। ইতিহাসে দ্বিতীয় ইনতিফাদা এমন এক সময়ের স্বাক্ষর বহন কওে, যখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নিষ্ঠুরতা চরম পর্যায়ে পৌঁছায়। সেই নিষ্ঠুরতারই মাত্র একটি উদাহরণ গাজার আজকের গণহত্যা । এর মাত্র কদিন আগেও গাজার বেইত হানুনে আকস্মিক হামলায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়। দুঃখজনক ভাবে ফিলিস্তিনিরাও সে সময় এক আত্মঘাতী অন্তর্দ্বন্দ্বে লিপ্ত ছিল। সংগ্রামীদের দ্বিতীয় ইনতিফাদার অতি গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর যখন ব্যবচ্ছেদ করা হয়, তখন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষক মনে করেন, ফিলিস্তিনিদের অতিতের সব পদক্ষেপই ছিল নিপুণভাবে পরিচালিত উদ্দেশ্যসাধন প্রচেষ্টা। এ প্রচেষ্টায় তারা নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে একটি অবরুদ্ধ অনিরাপদ জীবনের অবসান ঘটাতে। এর ফলে ফিলিস্তিন একটি স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি পায়নি। তবুও তারা থেমে যায়নি। কখনো কখনো ইসরাইল সম্পূর্ণভাবে তাদের অস্তিত্বই অস্বীকার করেছে।

(চলবে)

বিষয়: বিবিধ

১০৯১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278073
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৮
মামুন লিখেছেন : পড়লাম। ভালো লাগল। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File