Part of speech (পদ প্রকরন)
লিখেছেন লিখেছেন জহুরুল ২০ জুলাই, ২০১৭, ০৮:১৫:১৯ রাত
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি part of speech বলে।
Part of speech আট প্রকার । যথা :
(১) Noun (বিশেষ্য)
Noun : কোন কিছুর নামকে Noun বলে । যেমন Zohurul, Dhaka etc.
(২) Pronoun (সর্বনাম)
Pronoun : Noun এর পরিবর্তে যে সব Word (শব্দ) ব্যবহার করা হয় তাই Pronoun। যেমন : He (সে-পুং লিঙ্গ) ,She (সে-স্ত্রীলিঙ্গ),It (ইহা), They (তারা) ইত্যাদি।
(৩) Adjective (বিশেষণ)
Adjective: যে সব Word দ্বারা কোন ব্যাক্তি,ব্স্তু, প্রাণী ইত্যাদির দোষ, গুন, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে Adejective বলে।যেমন: Good, Bad, Fine ইত্যাদি।
(৪) Verb
Verb : যে শব্দ দ্বারা কোন কিছু করা, হওয়া, থাকা, ইত্যাদি বোঝায় তাকে Verb বলে।
-
(৫) Adverb (ক্রিয়া বিশেষন)
Adverb : যে শব্দ দ্বারা verb বা Adjective অন্য কোন Adverb কে বিশেষিত করে তাকে Adverb বলে। যেমন : Now, Late, Soon etc.
(৬) Preposition (পদান্বয়ী অব্যয়)
Preposition: যে শব্দ Noun বা Pronoun এর পুর্বে বসে ঐ Noun বা Pronoun এর সাথে বাক্যের অন্যান্য Word এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন : To, At, In, Of etc.
(৭) Conjunction (সংযোজক অব্যয়)
Conjunction : যে Word দ্বারা দুই বা ততোধিক শব্দ বা বাক্যেকে যুক্ত করে তাকে Conjunction বলে। যেমন : And, But, Or, Nor etc.
(৮) Interjection (আবেগ প্রকাশক অব্যয়)
Interjection : যে Word দ্বারা আকস্মিক দু:খ, ভয়, আনন্দ, ঘৃণা প্রভৃতি প্রকাশ পায় তাকে Interjection বলে। Hello! Fie! etc
-
সতর্কতা : এ সম্পর্কে বিস্তারিত জানতে অন্য বই পড়ুন । আমি শুধু ধারনা দিয়ে রাখলাম।
ছড়ার মাধ্যামে Part of Speech এর সংক্ষিপ্ত পরিচয় নিচে তুলে ধরা হলো।
নয়নে যাহা পড়ে তাহাই Noun। Noun এর বদলি খটা-খট Pronoun। Subject এর দোষ-গুণ গায় Adjective। Verb হলো হাটা-হুটো, খাওয়া-দাওয়া,চলা-ফেরা করা Adverb রকম, সকম Preposition অবস্থান নির্দেশ করে Conjunction যোগ-বিয়োগে ছাড়াও Interjection সুখে-দুঃখে বসে।
সর্তকতা : Part of Speech সম্পর্কে বিস্তারিত জানতে অন্য বই এর সহয়তা নিন।আমি মূলত কিছুটা ধারনা দিয়ে রখলাম। কেননা, এগুলো সম্পর্কে একটু ধারনা থাকলে পরে ঐ বিষয় আসলে বুঝতে সহজ হবে।
Person (পুরুষ)
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন