অফ টপিক

লিখেছেন লিখেছেন জহুরুল ০৫ অক্টোবর, ২০১৪, ০৩:৫৯:০০ দুপুর

আজ দুটি গুরুত্বপূর্ণৃ বিষয় নিয়ে সামন্য ধারনা দিব।চিন্তাশীলদের নতুন করে চিন্তা যোগাবে।

তৃতীয় বিশ্ব আজ অনেকটা উন্নতির দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।অনেক দিক থেকেই তারা উন্নত বিশ্বের উপর নির্ভরশীল হয়ে পড়ছে।সেই কারনে তাদের রিতিনীতি মেনে নিতে বাধ্য হচ্ছে তৃতীয় বিশ্বের সরকার।আর জনগণ নিয়েই তো সরকার।তাই সেই সব নীতিগুলো ইচ্ছায় বা অনিচ্ছায় প্রযোগ করা হচ্ছে জনগনের উপর।বাধ্য হয়ে উন্নত বিশ্বের নিয়মনীতি গুলো অনুসরন করতেই হবে তা না হলে আন্তাজার্তিকভাবে অনেক অসুবিধা হবে।যাইহোক ,আমরা কম বেশি সবাই ক্রেডিট কার্ডের সাথে পরিচিত।উন্নত বিশ্বের অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে এই পদ্ধিতিতে।খুব খেয়াল করবেন যেমন এই পদ্ধিতি দৈন্দীন জীবনকে গতিময়তা এনে দিয়েছে এর খারপ ফলাফলও থাকতে পারে।ওরা এতটা ক্রেডিট কার্ডের উপর নির্ভরশীল যে খাদ্য কিনতে হলেও ওই কার্ড ব্যাবহার করতে হয়।নগত টাকা না থাকলে সত্যিকার অর্থে আপনি তাদের দাসে পরিনত হবেন।মতের অমিল হলেই ব্যালেন্স শূণ্য হয়ে যেতে পারে।এখন এটা খুবই জনপ্রিয় পদ্ধিতি।ভবিষ্যাৎ এমনও হতেও পারে।অমুসলিমরা কখনো মসুলমানে বন্ধু হতে পারে না।তাই একটু খেয়াল করে তাদের অনুসরন করা উচিত।

ক্রেডিট কার্ড নিয়ে পরে আলোচনা হবে।আপনিও দু মিনিট চোখ বন্ধ করে বিষয়টা গ্লোবাল ভাবেন।কারা নিয়ন্ত্রয়ন করছে?

সাবধান......

তৃতীয় বিশ্বের বর্তমান তরূন প্রজন্ম আজ অনেকটাই ইন্টারনেট থেকে টাকা উপার্জন করে সাবলম্বি হওয়ার চেষ্টায় ব্যাস্ত।তারা কিছুটা সফলতাও পাচ্ছে।এর ফলে তার আয়েসী জীবনের দিকে চলে যাচ্ছে।ফলে এক অনিশ্চিত ভবিষ্যাৎ এর দোরগোড়ায় কড়া নাড়ছে।কিছু দিন আগে আমি একটা ব্লগ পড়েলাম।তার মূল কথা হলো।সে ওডেস্কে কাজ করত হঠাৎ করে তার আই ডি ডিএকটিভ করে দেয়।অথচ তার পারফরম্যান্স ভাল ছিল।সে ৪/৫ বছর অনেক কষ্ট করে একটা মানসম্মত স্থানে পৌছাতে পেরেছিল।কিন্তু তার হঠৎ এরুপ হওয়ায় সে এখন দূরভাবনায় পড়েছে।নেটের কাজগুলো শিখলে অনেক সহজেই টাকা ইনকাম করা যায়।এই লোভে আমরা হয়তো পড়াশুনাটাও শেষ করি না।অনেকটা সাইনোকিয়র জব হওয়ায় খুব বেশি পরিমানে ঝুকে পড়ি।সাবধান ক্যারিয়ার নষ্ট করে নেট থেকে বেশি পরিমানে টাকা ইনকামের ধান্দা কম করেন।

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271655
০৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৭
ফেরারী মন লিখেছেন : আপনি কিন্তু পশ্চাতে নেটে টাকা ইনকামের একটা বড় বিজ্ঞাপনও দিয়ে দিলেন। এনিওয়ে আপনার ধারণা অমূলক নয়।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৯
217499
জহুরুল লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File