পরিচয় পর্ব

লিখেছেন লিখেছেন জহুরুল ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:০৫:৫১ দুপুর

আছছালামু আলাইকুম।শ্রদ্ধেয় ব্লগার ভাইয়া ও আপুরা আপনারা সবাই কেমন আছেন?

আলহামদুলিল্লাহ আমি ভাল আছি।

যাইহোক ,আমি এই ব্লগের একজন নিয়মিত পাঠক ও ভক্ত।আমি অনেকদিন থেকেই এই ব্লগের লেখাগুলো পড়ি।অনেক ভাই ও আপুরা খুব সুন্দর আলোচনা করে।অনেকদিন ধরেই মনের ইচ্ছা ছিল একটা আইডি খুলবো , এই ভেবে আজকে এইমাত্র আমি আই ডি খুললাম।আমি ভাল (চেষ্টা করি) লিখতে পারি না ,তবে পড়তে পারি।একজন নতুন ব্লগার হিসাবে আপনারা কি আমাকে গ্রহন করে নিবেন না?

আমি রাজনীতি বিষয়ে লেখালিখি করব ইনশাআল্লাহ।কারন , যে মানুষ যে বিষয়ে ভাল বোঝে ,সে সেই বিষয়ে লিখলে ভবিষাৎ এ কাজে লাগবে।আশা করি আপনারা আমাকে আপনাদের মতামত দিয়ে সহায়তা করবেন।

বিশেষ দ্রষ্টব্য : আমি কোন ভাল লেখক বা রাজনীতিবীদ নয়।আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি শুধরিয়ে নিব।

পরিশেষে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই।



বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276337
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫০
ফেরারী মন লিখেছেন : আলাইকুম আছছালাম

আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি নিয়মিত হয়ে আমাদের নিয়মিত সুন্দর সুন্দর লেখা উপহার দিবেন সেই কামনাই করি।
276623
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৭
জহুরুল লিখেছেন : উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File